ফেনী জেলা কারাগার দেশের একটি প্রাচীনতম প্রতিষ্ঠান, ফেনী শহরের প্রাণ কেন্দ্রে সর্ব প্রথম ১৯১৫ খ্রিস্টাব্দে কারাগার প্রতিষ্ঠত হয়। প্রায় এক শতাব্দীকাল পূর্বে উপ-কারাগার হিসেবে এর কাযর্ক্রম শুরু হলেও সরকারের প্রশাসনিক সংস্কার ও কারা বিভাগীয় কাযর্ক্রম পরিচালনার সুবিধার্থে ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি জেলা কারাগারে উন্নীত হয়। সর্বশেষ ফেনী সদর উপজেলার রাণীর হাটস্থ নামক স্থানে ১৯৯৬ সালে ফেনী জেলা কারাগার-১ স্থাপিত হয়। গত ০১/১১/২০১৮ খ্রিস্টাব্দ তারিখে ৩৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয় এবং ১২/০১/২০১৯ খ্রিস্টাব্দ পুরাতন কারাগার হতে কারাগারটিতে বন্দি স্থানান্তর সম্পন্ন হয়। কারাগারটিতে সর্বমোট জায়গার পরিমাণ ৭.৫০ একর ( কারাভ্যন্তরে ৪.০০ একর ও বাহিরে ৩.০০ একর)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস