Wellcome to National Portal
Main Comtent Skiped

ফেনী জেলা  কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


At a Glance

ফেনী জেলা কারাগার দেশের একটি প্রাচীনতম প্রতিষ্ঠান, ফেনী শহরের প্রাণ কেন্দ্রে সর্ব প্রথম ১৯১৫ খ্রিস্টাব্দে কারাগার প্রতিষ্ঠত হয়। প্রায় এক শতাব্দীকাল পূর্বে উপ-কারাগার হিসেবে এর কাযর্ক্রম শুরু হলেও সরকারের প্রশাসনিক সংস্কার ও কারা বিভাগীয় কাযর্ক্রম পরিচালনার সুবিধার্থে ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি জেলা কারাগারে উন্নীত হয়। সর্বশেষ ফেনী সদর উপজেলার রাণীর হাটস্থ নামক স্থানে ১৯৯৬ সালে ফেনী জেলা কারাগার-১ স্থাপিত হয়। গত ০১/১১/২০১৮ খ্রিস্টাব্দ তারিখে ৩৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয় এবং ১২/০১/২০১৯ খ্রিস্টাব্দ পুরাতন কারাগার হতে কারাগারটিতে বন্দি স্থানান্তর সম্পন্ন হয়।   কারাগারটিতে সর্বমোট জায়গার পরিমাণ ৭.৫০ একর ( কারাভ্যন্তরে ৪.০০ একর ও বাহিরে ৩.০০ একর)।